নৌপরিবহন সচিব মোহাম্মদ ইউসুফকে অপসারণ, সংযুক্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ে
ছবিঃ সংগৃহীত
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মোহাম্মদ ইউসুফ ছিলেন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। গত বছরের ১০ নভেম্বর তিনি দুই বছরের জন্য সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান।
আরও পড়ুন: সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার
সরকারি এক সূত্র জানিয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন সংযুক্তি দেওয়া হয়েছে।
এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট দপ্তর থেকে।
আরও পড়ুন: মার্কিনসহ অন্যান্য দূতাবাসের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার





