১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির, নিরাপত্তা জোরদার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:২২ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার শুনানিতে অংশ নেওয়ার জন্য আজ রোববার (২৩ নভেম্বর) ১৩ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির করা হচ্ছে। এ উপলক্ষে ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় অতিরিক্ত সেনা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে প্রধান করে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজকের শুনানি গ্রহণ করবে। বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

এ মামলাগুলোসহ মোট তিনটি মামলায় ২৫ বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একই দিনে প্রসিকিউশন পক্ষ ফরমাল চার্জ দাখিল করে।

পরবর্তীতে সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে ২২ অক্টোবর সকালে সাধারণ পোশাকে বিশেষ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং পরে তাদের ঢাকা সেনানিবাসের ঘোষিত সাব-জেলে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

গুম ও নির্যাতনসংক্রান্ত দুই মামলার পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য বাংলা ও ইংরেজি দুই ভাষার জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয় ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।

এর আগে পৃথক আরেক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল-১।