২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে সরকারি চাকরিতে নিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৮ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে মোট ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতনে চাকরি পাবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, প্রার্থীদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা সরকারের নির্ধারিত অন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের পর ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে, যা প্রয়োজনে আরও বৃদ্ধি করা যেতে পারে।

আরও পড়ুন: জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা

শিক্ষানবিশকালে যদি কেউ চাকরিতে অযোগ্য বলে বিবেচিত হন, তবে কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ ও সন্তোষজনক শিক্ষানবিশকাল পার হলে প্রার্থীকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্তদের একটি বন্ড দিতে হবে, যেখানে বলা থাকবে, শিক্ষানবিশকাল বা শিক্ষানবিশকাল উত্তীর্ণ হওয়ার ৩ বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণের সময় পাওয়া বেতন-ভাতা ও অন্যান্য খরচ ফেরত দিতে হবে। চাকরি থেকে ইস্তফা দেয়ার পূর্বে কর্তব্যে অনুপস্থিত থাকলে সরকারের প্রাপ্য অর্থ আদায় ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: সন্ত্রাসীদের জামিন নিয়ে প্রধান বিচারপতির কাছে উদ্বেগ জানিয়েছেন আইন উপদেষ্টা

তাদের জ্যেষ্ঠতা রক্ষার জন্য, ২৭তম বিসিএস ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকে তাদের নিয়োগ আদেশ ভূতাপেক্ষিকভাবে কার্যকর হবে, তবে এর ফলে কোনো আর্থিক বকেয়া সুবিধা প্রদান করা হবে না।