দিল্লির ঘটনা ‘বিভ্রান্তিকর প্রচার’ নয়, বিক্ষোভের আগাম তথ্য দেওয়া হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সংঘটিত সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংবাদমাধ্যমে ‘বিভ্রান্তিকর প্রচার’ হয়েছে—এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পর রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান জানায়।

আরও পড়ুন: হাদী হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ও সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

বিবৃতিতে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ঘটে যাওয়া অযৌক্তিক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনাকে কোনোভাবেই ‘বিভ্রান্তিকর প্রচার’ হিসেবে গ্রহণ করা যায় না। বিবৃতিতে উল্লেখ করা হয়, দুর্বৃত্তদের বাংলাদেশ হাইকমিশনের ঠিক বাইরে কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, যার ফলে হাইকমিশন কমপ্লেক্সের ভেতরে অবস্থানরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই বিক্ষোভ সম্পর্কে বাংলাদেশ হাইকমিশনকে আগাম কোনো তথ্য জানানো হয়নি। একই সঙ্গে ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারত সরকারের দেওয়া প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের এক নাগরিকের ওপর সংঘটিত একটি বিচ্ছিন্ন হামলাকে ‘সংখ্যালঘুদের ওপর হামলা’ হিসেবে চিত্রিত করার ভারতীয় কর্তৃপক্ষের প্রচেষ্টাও প্রত্যাখ্যান করছে বাংলাদেশ। ওই ঘটনায় সন্দেহভাজনদের ইতোমধ্যে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের আন্তঃসম্প্রদায় পরিস্থিতি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভালো। বাংলাদেশ বিশ্বাস করে, নিজ নিজ দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এই অঞ্চলের সব সরকারের সম্মিলিত দায়িত্ব।