অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না শাহজালালের থার্ড টার্মিনাল
অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ জারি উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক
উপদেষ্টা বলেন, নতুন দুইটি অধ্যাদেশ বাস্তবায়নের মাধ্যমে বিমান টিকিট কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান প্রতারণা ও যাত্রী হয়রানি বন্ধ করা সম্ভব হবে। এ লক্ষ্যে অধ্যাদেশে কঠোর বিধান সংযোজন করা হয়েছে।
তিনি আরও বলেন, বিমানের টিকিট বিক্রির ক্ষেত্রে কিছু অসাধু ট্রাভেল এজেন্সির মাধ্যমে যে সিন্ডিকেশন তৈরি হয়েছিল, নতুন অধ্যাদেশ কার্যকর হলে তা বন্ধ হবে এবং যাত্রীদের ন্যায্য সেবা নিশ্চিত হবে।
আরও পড়ুন: রাজধানীর আবাসিকে গ্যাস সংকট চরমে, বিপাকে হাজারো পরিবার
বিমানের ফ্লাইট ডাইভারশন প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন আহমেদ বলেন, ঘন কুয়াশার কারণে বিমানের ফ্লাইট পাশের দেশে ডাইভার্ট হওয়া এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি-তে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ কার্যকর হলে বিমান পরিবহন ও ট্রাভেল ব্যবসায় শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।
তিনি বলেন, এসব অধ্যাদেশের মাধ্যমে বিমানের টিকিটের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে অভিবাসী কর্মী ও সাধারণ যাত্রীদের অধিকার সংরক্ষণ, পর্যটন খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক মান বজায় রাখা সহজ হবে।





