জাতীয় পার্টি ভোটে যাবে কিনা সিদ্ধান্ত বিকালে : চুন্নু

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৯:৫১ পূর্বাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৩
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন নির্বাচন করব কি, করব না তা আজকের মধ্যে পরিষ্কার হওয়া দরকার। পার্টির চেয়ারম্যান সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলছেন, নির্বাচন করব কি-না বিকেলের মধ্যে জানাতে পারব।

রোববার (১৭ ডিসেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: জোটে না এককভাবে এখনও সিদ্ধান্ত হয়নি: সারজিস আলম

জাপা মহাসচিব বলেন, আমাদের অনেক সিনিয়র নেতা বাইরে রয়েছেন তাদের সঙ্গে ফোনে কথা হচ্ছে। আমরা একটি ভালো পরিবেশের অপেক্ষা করছিলাম। আমরা যাই করি আজকে বিকেলের মধ্যে জানাব এবং জিএম কাদেরের নেতৃত্বে করব।

আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য প্রসঙ্গে বলেন, কি চাইছি না চাইছি তা নিয়ে জবাব দেওয়ার সুযোগ নেই। আসন সংখ্যা প্রসঙ্গে বলেন, চাওয়া পাওয়ার ক্ষেত্রে অনেক সময় বেশি চাওয়া হয়।

আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান

নানা নাটকীয়তার মধ্যদিয়ে নির্বাচনে আসা জাতীয় পার্টি ২৯৪ আসনে দলীয় মনোনয়ন দেয়। দলীয় টিকিট পেলেও ৬ জন প্রার্থী শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল থেকে বিরত রয়েছেন। নির্বাচন কমিশন বাছাই শেষে ২৭২ আসনে জাপার প্রার্থীদের বৈধ ঘোষণা করেছে। আপিল শেষে ২৮৩ আসনে প্রার্থী রয়েছে জাপার।

অন্যদিকে, ছেলে সাদ এরশাদের আসন নিয়ে টান দেওয়া এবং অনুসারীদের মনোনয়ন নিশ্চিত না হওয়ায় ২৯ নভেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ান রওশন এরশাদ।

আসন সমঝোতা নিয়ে কয়েকদিন ধরেই দর-কষাকষি চলছিল। দফায় দফায় বৈঠকও চলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে। জাতীয় পার্টির পক্ষ থেকে ৭০ আসনের তালিকা দিলেও আওয়ামী লীগ প্রায় ৩০টি আসন নিয়ে দর-কষাকষি চলছে বলে গুঞ্জন রয়েছে। তবে সিনিয়র নেতাদের আসন নিয়ে জটিলতার খবর রটে গেছে। জাপার ছাড় দেওয়া আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের সরিয়ে নেওয়ার শর্ত দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে স্বতন্ত্রের বিষয়ে তাদের কিছু করার নেই।