বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে
রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে আগুন ও ভাঙচুরের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) এ আদেশ দেন। শহীদ উদ্দীন চৌধুরীর আইনজীবী তাহেরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ শহীদ উদ্দীন চৌধুরীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে।
আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
এ সময় তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তারা আদালতকে বলেন, ‘এই ঘটনার সঙ্গে তাদের মক্কেল কোনোভাবেই জড়িত নন। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে বিএনপির এই নেতাকে আটক করা হয় বলে বিএনপি সূত্রে জানা যায়।
আরও পড়ুন: দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস





