গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

Any Akter
জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ন, ১২ এপ্রিল ২০২৫ | আপডেট: ২:১২ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরের সদর থানার দাখিনখান এলাকায় কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডিস ও ইস্টারনেট ব্যবসার দ্বন্ধে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত রাকিব মোল্লা (২৯) গাজীপুর মহানগরের সদর থানার দাখিনখান এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি গাজীপুর সদর থানার কৃষক দলের যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, গাজীপুর মহানগরের সদর মেট্টো থানার দাখিনখান এলাকায় ইন্তাজ ও সেলিম নামে দুই ব্যক্তি ডিস ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করতো। গত ৯ এপ্রিল ওই ব্যবসা দখলে নেন গাজীপুর সদর থানার কৃষক দলের যুগ্ন আহ্বায়ক রাকিব মোল্লা। ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে রাকিব মোল্লার সাথে ইমতিয়াজ ও সেলিমের দ্বন্ধ চলছিল। শুক্রবার রাতে রাকিব মোল্লা যখন দাখিনখানে অবস্থান করছিলেন, তখন ইমতিয়াজ, সেলিমসহ আরও ৪/৫জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।