তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রফিকুল ইসলাম রাসেলের গণসংযোগ

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর ঢাকা-৭ আসনে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল। শুক্রবার জুমার নামাজের পর তিনি আজিমপুরের ছাপরা মসজিদ এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণে অংশ নেন।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীবের পিতাকে তারেক রহমানের উপহার
লিফলেট বিতরণের সময় রফিকুল ইসলাম রাসেল বলেন, “বাংলাদেশের আপামর মানুষের নেতা তারেক রহমান দেশকে নতুনভাবে গড়তে চান। আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নত বাংলাদেশ গঠনে কাজ করছি।”
গণসংযোগ চলাকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সুখ-দুঃখের খোঁজ নেন এবং ঢাকা-৭ আসনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলেও জানান স্থানীয় নেতারা।
আরও পড়ুন: জুলাই সনদ স্বাক্ষর নিয়ে উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান
বিএনপি নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় রয়েছে—সংবিধান সংস্কার ও গণভোট চালু, নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, নির্বাহী-আইন-বিচার বিভাগের ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রী পদে মেয়াদসীমা নির্ধারণ, দ্বিকক্ষীয় সংসদ ব্যবস্থা প্রবর্তন, বিচার বিভাগে জুডিশিয়াল কমিশন গঠন, দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার, গণমাধ্যমের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা-স্বাস্থ্য-অর্থনীতি ও কৃষি উন্নয়নসহ রাষ্ট্রের সার্বিক সংস্কারের প্রস্তাব।
এই দফাগুলোর লক্ষ্য—একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়ে তোলা।