ফেব্রুয়ারিতেই একসঙ্গে গণভোট ও নির্বাচন চায় বিএনপি: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:০২ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেব্রুয়ারিতেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এর বাইরে অন্য কোনো তারিখ বা সময় জনগণ মানবে না।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে গণভোটের কথা বলা হচ্ছে, কিন্তু বিএনপি চায়—গণভোট ও নির্বাচন একই দিনে হোক। জনগণ সেটিই চায়।

তিনি বলেন, বকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনিই নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন, সংস্কারের সূচনা করেছিলেন।

আরও পড়ুন: ছয় স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা আসছেন তারেক রহমান

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, হাসিনা পালানোর পর দেশের মানুষ নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায়। এখন যদি আবারও আলোচনায় বসা হয়, তাহলে এতদিন ধরে ঐকমত্য কমিশন যে আলোচনা করেছে তার মানে কী? সাতদিন সময় দিয়ে নতুন প্রস্তাব আনা মানে আগের আলোচনা ব্যর্থ ঘোষণা করা।

তিনি আরও বলেন, সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করছে, বানচাল করার ষড়যন্ত্র করছে। জনগণ আর প্রতারণা সহ্য করবে না।

বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্জাগরণের প্রতীক হিসেবে পালন করে থাকে। দিনটি স্মরণে শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিশাল র‌্যালি ও সমাবেশ আয়োজন করা হয়।