জামায়াতের নায়েবে আমির হলেন এটিএম আজহারুল
মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির রায় থেকে খালাস পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম দলটির নায়েবে আমির হিসেবে শপথ নিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে তার শপথ গ্রহণ ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা
যদিও আজহারুল ইসলামকে নায়েবে আমির ঘোষণা করা হয়েছে, তবে দলটির নির্বাহী পরিষদ বা কর্মপরিষদের গঠনে এখনো কোনো পরিবর্তন আনা হয়নি। দল জানায়, বর্তমান নির্বাহী পরিষদের সদস্য, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিভাগীয় সেক্রেটারিরা আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত দায়িত্বে বহাল থাকবেন।
আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের বলেন, এবারের মজলিসে শুরায় কেবল সদস্য নির্বাচন হয়েছে। নির্বাহী পরিষদসহ অন্যান্য কমিটির পুনর্গঠন নির্বাচন পরবর্তী সময়ে করা হবে।
এর আগে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও মামলার অগ্রগতি নিয়ে আলোচনায় আসে তার নাম। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াত তার মুক্তির বিষয়টি পুনরায় সামনে আনে। এরপর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ তার আপিল শুনানির অনুমতি দেয়। নিয়মিত শুনানি শেষে ২৭ মে আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন।
দীর্ঘ প্রায় ১৩ বছর কারাবন্দি থাকার পর ২৮ মে তিনি মুক্তি পান। কারামুক্তির পর তাকে জামায়াত নির্বাহী পরিষদের সদস্য মনোনয়ন দেয়। সর্বশেষ তিনি নায়েবে আমির হিসেবে শপথ নিলেন।





