বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে : ড. জাহিদ
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। লন্ডন নিতে কাতারের আমীরের দেয়া রয়েল অ্যাম্বুলেন্সে লন্ডন বিএনপি চেয়ারপারসনকে নিয়ে রওনা আজ রাত ১২ টার পর অথবা আগামীকাল সকালের মধ্যে তাকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিঙে মেডিকেল বোর্ডের সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানান।
তিনি বলেন, ‘‘ আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই, দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে যদি সব কিছু ঠিক থাকে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে মাধ্যমে উনাকে আজকে মধ্যরাতে পরে অথবা আগামীকাল সকালের ভেতরে ইনশাল্লাহ যুক্তরাজ্যে অর্থাৎ লন্ডনে একটি নির্ধারিত হসপিটাল ঠিক করেছি সেখানে আমরা উনাকে নিয়ে যাবো।”
আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা
‘‘ উনার যাওয়ার সময়ে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক এবং বাইরের দুই জন চিকিৎসক উনার সাথে থাকবেন। যাতে উনার যাত্রাপথে কোনো ধরনে প্রতিকূলতার মধ্যে সুস্থভাবে বিমানে চিকিতসা দেয়া যায় সেই লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাল্লাহ আজকে মধ্য রাতের পরে অথবা আগামীকাল ভোরের মধ্যে উনাকে দেশের বাইরে নিয়ে যাবো মেডিকেল বোর্ডের পরামর্শ ক্রমে।”
অধ্যাপক জাহিদ বলেন, ‘‘ আমরা দেশবাসীসহ দেশের বাইরে হাজার-লক্ষ মানুষের কাছে দোয়া চাই। যারা এতো দেশনেত্রীর সুস্থতায় দোয়া করেছেন। সেজ্য আমরা কতৃজ্ঞ। আপনাদের এই দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে। ”
আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী
‘‘আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,তার সধর্মিনী জুবাইদা রহমান এবং উনার কণ্যা জায়মা রহমান, দেশনেত্রীর ছোট ছেলের সহধর্মিনী সৈয়দা শামিলা রহমানসহ তাদের দুই কণ্যা জাফিয়া ও জাহিয়া রহমান, উনার ছোট ভাই শামীম এস্কান্দারসহ তাদের আত্বীয় স্বজনের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই, দেশবাসীকে কৃতজ্ঞা জানাই।”
অন্তবর্তীকালীন সরকারেরর প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাগণ, সেনা বাহিনীসহ তিন বাহিনী প্রধান, আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী , পররাষ্ট্র মন্ত্রণালয়, এভারকেয়ার হাসপাতালের কর্তপক্ষ, চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারি, চীন, রাশিয়া,, কাতার, সোদি আরব, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান দূতাবাসের সব ধরণের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক জাহিদ।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা জানতে চাইলে জাহিদ বলেন, ‘‘ আমরা মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু চিন্তা করছি না। মেডিকেল বোর্ড গতকাল তিনবার ভার্চুয়ালি বৈঠক করেছেন। ফিজিক্যালি দেখেছেন উনাকে যুক্তরাজ্য ও চীনের ডাক্তারগণ।”
‘‘ এই মুহুর্তেও যুক্তরাজ্যের ডাক্তার ও চীনের ডাক্তারদের সাথে আলাপ হয়েছে। আমরা আল্লাহর রহমতে আশাবাদী ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর অশেষ রহমতে ঘুরে দাঁড়িয়েছেন, এবারও ইনশাল্লাহ উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন।
বেলা সাড়ে ১১টায় এভারকেয়ার হাসপাতালে বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড। এতে যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসরকরা অংশ নেন। বৈঠক শেষে বেলা ২টা ৪০ মিনিটে সাংবাদিকদের সামনে আসেন অধ্যাপক জাহিদ।
চলতি বছরে ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে নেয়া হয় কাতারের আামির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া রয়েল অ্যাম্বুলেন্সে করে। সেখানের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। চার মাস চিকিৎসার শেষে ৫ মে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।





