তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে নির্বাচন-সংক্রান্ত শঙ্কা দূর হয়েছে: আখতার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন দেশের রাজনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব আখতার হোসেন বৃহস্পতিবার বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আখতার হোসেন বলেন, “দেশে নির্বাচন সংক্রান্ত শঙ্কা ছিল। নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন হবে কি না, এ নিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা ছিল। এমন প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা অনেকটা দূর হয়েছে।”
আরও পড়ুন: গুলশানে বাসভবনের পথে তারেক রহমান
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, “নির্বাসনে থাকা অবস্থায় তারেক রহমান দলীয় রাজনীতির নেতৃত্ব দিয়েছেন। তবে জাতীয় রাজনীতিতে তিনি কীভাবে ভূমিকা রাখবেন, তা সবার নজরের বিষয়।”
অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন। তিনি শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একজন নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকার পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রমাণ।”
আরও পড়ুন: শুক্রবার জুলাই এক্সপ্রেসওয়েতে পরিচ্ছন্ন করবে বিএনপি
তিনি আরও উল্লেখ করেছেন, “নির্বাসনকালে তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছেন। এই প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে আরও সুসংহত করবে এবং নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান ও সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলবে।”





