বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে বিএনপির পক্ষ থেকে নিয়ম অনুযায়ী বিকেলে স্মৃতিসৌধের বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় তিনি দলের শীর্ষ নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করেন।
আরও পড়ুন: জামায়াতে যোগদান করলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল ইসলাম
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা দুপুর থেকে জাতীয় স্মৃতিসৌধের সামনে জড়ো হন। ব্যানার ও ফেস্টুন হাতে কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, র্যাব,আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। এ ছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: জমায়েত বাড়ছে শাহবাগে, রাতভর থাকার ঘোষণা
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে এদিন বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছান এবং জিয়ারত করেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে অসুস্থ মা’কে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের নিজ বাসভবনে ফিরে যান।





