কমলনগরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কমিটি গঠন

Sanchoy Biswas
কবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৩ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাংবাদিকদের অধিকার রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কমলনগর উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ এবং সাধারণ সম্পাদক জাকির এইচ সুমনের সুপারিশে ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সংগঠনটির নির্ধারিত প্যাডে সংগঠনটির চেয়ারম্যান ও সেল প্রধান মো. খায়রুল আলম রফিক এবং পরিচালক (প্রশাসন ও অ্যাডমিন) খায়রুল ইসলাম আল আমিন ঘোষণার মাধ্যমে দৈনিক খবর সংযোগ-এর কমলনগর-রামগতি প্রতিনিধি মো. জায়েদ হোসেনকে সভাপতি এবং দৈনিক বাংলা বাজার পত্রিকার কমলনগর প্রতিনিধি কবির হোসেন রাকিবকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় আড়াই হাজার ফুলকপি কেটে দিয়েছে দুর্বৃত্তরা, কেমন শত্রুতা!

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত এ কমিটি ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে ১৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এক বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবে।

অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক সময়ের আলো-এর প্রতিনিধি মো. মুখলেছুর রহমান ধনু, এশিয়ান টিভির কমলনগর প্রতিনিধি ভাস্কর বসু।

আরও পড়ুন: নোয়াখালী-৫: ফখরুল ইসলামের পক্ষে বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধতা প্রকাশ

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিনিধি এম. এ. আহসান রিয়াজ ও দৈনিক খবর পত্রের প্রতিনিধি আফছার উদ্দিন রাসেল।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক খবর-এর প্রতিনিধি নাছির মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক শিক্ষার পাতা-এর প্রতিনিধি মো. মাও. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক দৈনিক মাতৃভূমির খবর-এর প্রতিনিধি সালমান ইমন, দপ্তর সম্পাদক দৈনিক ভোরের ডাক-এর প্রতিনিধি মো. মাকছুদুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক আজকের লক্ষ্মীপুর-এর প্রতিনিধি মো. হাছান হাওলাদার।

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর চট্টলা টিভির প্রতিনিধি রীনা বেগম ও দৈনিক অপরাধ দমন-এর প্রতিনিধি জাহিদ হাসান।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে নির্যাতন, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। এসব অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা এর অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করে যাবো, ইনশাআল্লাহ।

কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে দায়িত্বশীল ও কার্যকর কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানানো হয়েছে।