ইকোনো কামালের নির্বাচন ও রাজনীতি থেকে অবসরের ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৪ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল চিরতরে রাজনীতি থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সাত বছর কারাবাস, রাজনৈতিক অবহেলা এবং পরিবারের চরম ভোগান্তির কারণে তিনি আর কোনো নির্বাচনে অংশ নেবেন না। জীবনের বাকি সময় পরিবার নিয়ে শান্তিতে কাটাতে চান তিনি।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

কাজী সালিমুল হক কামাল স্মৃতিচারণে বলেন, ২০০৮ সালের পর তিনি রাজনীতি থেকে দূরে ছিলেন। ২০১৭ সালে একটি মিথ্যা মামলায় কারাবাস করতে হয় তাকে। দীর্ঘ কারাবাস শেষে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর ২২ আগস্ট অসুস্থ শরীরে কারাগার থেকে মুক্তি পান।

তিনি আরও উল্লেখ করেন, মুক্তির পর গত ১৬ মাসে মাত্র চারবার মাগুরায় এসেছেন এবং প্রতিবারই নেতাকর্মীদের চোখে দীর্ঘদিনের কষ্ট ও বেদনা দেখেছেন। ত্যাগী নেতাকর্মীদের অবহেলা ও পুনর্বাসনের চেষ্টা না করা দলকে আদর্শিকভাবে দুর্বল করছে বলে আশঙ্কা প্রকাশ করেন।

আরও পড়ুন: মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

সবশেষে পরিবারের অনুরোধে কাজী সালিমুল হক কামাল ঘোষণা দেন, তিনি আর কোনো নির্বাচনে অংশ নেবেন না এবং সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নিচ্ছেন। তরুণ নেতাদের উদ্দেশ্যে বলেন, রাজনীতিতে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে, তবে একটি ভুল সিদ্ধান্তে নিজেদের ভবিষ্যৎ নষ্ট না করার পরামর্শ দেন।