শুধু এতটুকু বলব আসুন দেশটাকে গড়ে তুলি: তারেক রহমান
দীর্ঘ দেড় যুগ পর বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কার্যালয়ে ঢুকে তিনি সরাসরি দোতলার বারান্দায় যান এবং সেখানে দাঁড়িয়ে নেতাকর্মীদের সালাম দিয়ে বলেন, "শুধু এতটুকুই বলব—আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি।"
সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন ঘিরে নয়াপল্টন কার্যালয়ে শোভা ও সাজসাজ রব দেখা যায়। বিকাল তিনটার দিকে তার আগমনের কথা থাকলেও উপস্থিত নেতাকর্মীদের ভিড়ে কার্যালয়ে প্রবেশে কিছুটা সময় লেগে যায়। চারটার দিকে তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
এই সময় তারেক রহমান বলেন, "এক মিনিট কথা বলি আপনাদের উদ্দেশে। আজকে কোনো দলীয় কর্মসূচি নেই। যেদিন আনুষ্ঠানিক কর্মসূচি হবে, সেদিন বক্তব্য রাখব। শুধু এতোটুকু বলব—যার যতটুকু অবস্থান আছে, আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন।"
তিনি আরও বলেন, "যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই, কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে বা ময়লা হয়ে থাকে তা আমরা সরিয়ে দেবো। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি।"
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী
এসময় মায়ের জন্য দোয়া চেয়ে তারেক রহমান বলেন, "সকলে ভালো থাকবেন, আমার জন্যও এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন।"
এর আগে বেলা ৩টায় তিনি গুলশান এভিনিউর বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৪টায় পৌঁছালে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকে দলের নেতাকর্মীরা।





