নির্বাচনে লড়তে পদ ছাড়লেন অ্যার্টনি জেনারেল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৯ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করার জন্য অ্যার্টনি জেনারেলের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. আসাদুজ্জামান। শনিবার তিনি পদত্যাগ করেন।

এর আগে, মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন তিনি শনিবার পদত্যাগ করবেন। তার বিদায়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তাকে শনিবার বিদায়ী সংবর্ধনা দেয়।

আরও পড়ুন: লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত

মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি।