খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ নরেন্দ্র মোদির
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শোকবার্তায় তিনি বলেন, ঢাকায় বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে তিনি গভীরভাবে মর্মাহত।
শোকবার্তায় খালেদা জিয়ার পরিবার-পরিজন ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। একই সঙ্গে এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
আরও পড়ুন: নিজ হাতে মাকে কবরে শায়িত করলেন তারেক রহমান
বক্তব্যে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতেও তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
ভারতীয় ওই নেতা আরও বলেন, ২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার একটি উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ হয়েছিল, যা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন। তিনি আশা প্রকাশ করেন, খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও উত্তরাধিকার ভবিষ্যতেও ভারত-বাংলাদেশ অংশীদারিত্বকে দিকনির্দেশনা দেবে।
আরও পড়ুন: লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
শোকবার্তার শেষাংশে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।





