মাকে হারানোর শূন্যতায় বাংলাদেশই এখন আমার পরিবার: তারেক রহমান
প্রাণপ্রিয় মাকে হারিয়ে গভীর শোক ও একাকীত্বের তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই কঠিন মুহূর্তেও দেশবাসীর পক্ষ থেকে পাওয়া অভূতপূর্ব সহমর্মিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই এখন তাঁর পরিবার হয়ে উঠেছে—এমন অনুভূতির কথা জানিয়ে প্রয়াত মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত পথচলা এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
আরও পড়ুন: ‘খালেদা জিয়ার শোককে শক্তিতে রূপান্তর করে জাতি বিনির্মাণে ব্যবহার করতে চায়’
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে এসব কথা বলেন তারেক রহমান।
পোস্টে তিনি লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভর করে তিনি তাঁর জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: জিয়া উদ্যান উন্মুক্ত: খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জনস্রোত
তারেক রহমান বলেন, এই বেদনার সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাঁকে একাকীত্বে ডুবে যেতে দেয়নি। অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত হয়েছেন।
তিনি আরও লেখেন, লক্ষাধিক মানুষের সম্মিলিত উপস্থিতি ও শ্রদ্ধা নিবেদন তাঁকে নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে—বেগম খালেদা জিয়া শুধু তাঁর মা নন, বহু অর্থে তিনি ছিলেন সমগ্র জাতির মা।
ফেসবুক পোস্টে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, আন্তর্জাতিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সরাসরি উপস্থিত হয়ে শ্রদ্ধা জানানোর বিষয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। পাশাপাশি যেসব দেশ আনুষ্ঠানিকভাবে শোক ও সমবেদনা জানিয়েছে, তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
শোকবার্তায় তিনি প্রয়াত বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকেও স্মরণ করেন। তারেক রহমান বলেন, এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তাঁর মনে হয়েছে—নিকটজন হারানোর বেদনা পেরিয়ে পুরো বাংলাদেশই এখন তাঁর পরিবার।
তিনি লেখেন, সারাজীবন বেগম খালেদা জিয়া মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। সেই দায়িত্ব ও উত্তরাধিকার গভীরভাবে অনুভব করছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, যেখানে তাঁর মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই সেই আদর্শ ও সংগ্রাম এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন তিনি।
সবশেষে তিনি আল্লাহর কাছে তাঁর মায়ের রূহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া ভালোবাসা, ত্যাগ ও উদারতার শিক্ষা থেকেই জাতি শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পাবে।





