দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহ রিয়াজুল হান্নান
গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নিকট আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র জমা দেন। এসময় কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় নির্বাচনী আচরণবিধি মেনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, জেলা বিএনপির সিনিয়র নেতা ফ. ম. মমতাজ উদ্দীন রেনু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান।
আরও পড়ুন: লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিলের আগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতৃবৃন্দদের অংশগ্রহণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মনোনয়নপত্র দাখিলের পর সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার নিকট শাহ্ রিয়াজুল হান্নান শুকরিয়া আদায় করেন। এসময় উপস্থিত স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি যথাযথ ভাবে মেনে দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। নিয়ম মেনে মনোনয়নপত্র নির্ভুল ও সঠিক ভাবে পুরন করে আনুষ্ঠানিক ভাবে জমা দেয়া হয়।
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় মোতায়েন থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী
দলীয় নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দৃঢ়তার সাথে প্রার্থীর পক্ষে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে। তবে আওয়ামী ফ্যাসিবাদীদের দোষর ও একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এখনো নির্বাচন বানচালের চেষ্টায় ষড়যন্ত্র করছে। বিএনপির বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। তিনি আশা করেন প্রশাসন সম্পুর্ন নিরপেক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত সকল কর্মকান্ড পরিচালনা করবেন। বিজয়ের ব্যাপারে তিনি খুবই আশাবাদী। নির্বাচিত হলে তিনি ৫টি বিষয়ের উপর বিশেষ গুরুত্বারোপ করবেন।
পরিবেশ বান্ধব কলকারখানা স্থাপন, মাদকমুক্ত কাপাসিয়া গড়া, শিক্ষাঙ্গনে নৈরাজ্য বন্ধ, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক পরিবারের সহায়তা প্রদান এবং কৃষি ক্ষেত্রে আধুনিকায়ন করা। দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে নেতৃত্ব দেয়ার ফলে বর্তমানে ধানের শীষ প্রতীকের জোয়ার উঠেছে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হয়ে সরকার গঠন করবে। দীর্ঘ ১৭ বছর যাবত এদেশের গণতন্ত্রমনা মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন, নিরপেক্ষ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। বিএনপির বিজয় সুনিশ্চিত বলে শাহ্ রিয়াজুল হান্নান আশাবাদ ব্যক্ত করেন।





