তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচনের গতি বেড়েছে: আলতাফ হোসেন চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর বিদেশ থেকে দেশে ফিরে আসায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গতি ও মাত্রা বহুগুণে বেড়ে গেছে।
রোববার (২৮ ডিসেম্বর) পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ১১টায় নিজ বাসভবনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বেলা সাড়ে ১১টায় তিনি জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত
আলতাফ হোসেন চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। তিনি বলেন, “আজ দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে মা-বোনেরা আমাদের সঙ্গে রয়েছেন। এজন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, পটুয়াখালী-১ আসনে বিএনপিসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে দল বড় বা ছোট বিষয় নয়; প্রার্থীর পরিচিতি ও জনগণের কাছে গ্রহণযোগ্যতার ওপরই ভোটের ফলাফল নির্ভর করবে।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, “এই নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে এবং তা এখনো অব্যাহত রয়েছে। তবে বাংলাদেশের জনগণ জানে কীভাবে নিজেদের অধিকার আদায় করতে হয়।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের প্রায় ২০ কোটি মানুষ সকল ষড়যন্ত্র পদদলিত করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা লাভ করবে।
এ সময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মাকসুদ বায়জিদ পান্না মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ওয়াহিদ সরওয়ার কালাম, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী তৌফিক আলী খান কবির, প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট আনিচুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





