খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের পর মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নব্বইয়ের ছাত্র ঐক্য ও ডাকসু নেতৃবৃন্দের খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা
দোয়া শুরুর আগে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়। এরপর তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং আল্লাহ তায়ালার কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
আরও পড়ুন: হাদি হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান
রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজও দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইসঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।





