কুলাউড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ার মর্নিং ফুটবল ক্লাবের ফ্রিজ এন্ড টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট এই ফাইনাল অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জামায়াতে ইসলামী দলের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। তিনি বলেন, “যুব সমাজকে নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।”
আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, নায়েবে আমীর ও টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক পৌর মেয়র প্রার্থী মোঃ জাকির হোসেন, সেক্রেটারী প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, পৌর জামায়াতের সভাপতি আমীর রুহুল আমিন রইয়ুব, ক্রীড়া সংগঠক কাবুল পাল, জাহাঙ্গীর আলম সুমন, সোহেল আহমদ প্রমুখ। পরে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।





