কুড়িগ্রামের সীমান্তে বিজিবি সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গংগারহাট সীমান্ত ফাঁড়ি এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবির দাবি, তিনি নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে গংগারহাট সীমান্ত ফাঁড়ির সৈনিক ব্যারাকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।
আরও পড়ুন: হাসপাতালের শিশু রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা দিয়ে প্রাইভেট ক্লিনিকে পাঠান ডা. রাজেশ মজুমদার
নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের আবুল মণ্ডলের ছেলে। নাসিম উদ্দিন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ফুলবাড়ী উপজেলার গংগারহাট সীমান্ত ফাঁড়িতে সিপাহী পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সীমান্ত টহলের প্রস্তুতির সময় ফাঁড়ির ভেতর থেকে একটি গুলির শব্দ শোনা যায়। শব্দ পেয়ে অন্যান্য বিজিবি সদস্যরা সৈনিক ব্যারাকের কাছে গিয়ে নাসিম উদ্দিনকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শরীয়তপুরের ডামুড্যায় তিন ফসলি জমি নষ্ট করে মাছের ঘের তৈরি
পুলিশ জানায়, নিহত সিপাহীর বুকের মাঝখানে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে আত্মহত্যার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান বলেন, “বিজিবির পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, ওই সিপাহী নিজ সার্ভিস অস্ত্র দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
এ বিষয়ে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।





