এবারের নির্বাচন বিশ্বে স্বীকৃত ও প্রশংসিত হবে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন বিশ্বের কাছে স্বীকৃত ও প্রশংসিত হবে। তিনি বলেন, দেশের মানুষ এখন তাদের ভোটাধিকার সম্পর্কে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন। এবার জনগণ নিজেরাই ভোট পাহারা দেবে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জ-২ আসনে একই পরিবারের তিন প্রার্থী, ভিন্ন দল—রাজনীতিতে ত্রিমুখী সমীকরণ
চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতাকর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপিকে ঘরে ঘরে মানুষের কাছে যেতে হবে। ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়েই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
আরও পড়ুন: দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের দাবি মির্জা ফখরুলের
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় চকরিয়া পৌরসভা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ পৌরসভার আওতাধীন সব ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূলকে শক্তিশালী করার মাধ্যমে নির্বাচনী মাঠে বিএনপিকে আরও সংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।





