তারেক রহমান-সারাহ কুক বৈঠকে যেসব বিষয়ে কথা হলো

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৩৪ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি এবং ভবিষ্যতে বাংলাদেশ–যুক্তরাজ্য সম্পর্কের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ‘নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খোঁজা হচ্ছে, তা হতে দেওয়া হবে না’

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির জানান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন—তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উন্নয়নমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী যুক্তরাজ্য।

তিনি আরও বলেন, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচনী পরিবেশ সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনার ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

আরও পড়ুন: দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের সুযোগ দিলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

এর আগে একই দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতরাও সৌজন্য সাক্ষাৎ করেন।