ওমরাহ বিমা খরচ কমেছে অর্ধেকের বেশি, সুফল পাচ্ছে বাংলাদেশিরাও

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৩ | আপডেট: ৯:৫৯ পূর্বাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৩
(no caption)
(no caption)

ওমরাহ হজের বিমা খরচ কমার সুফল পেতে শুরু করেছেন বাংলাদেশিরাও। অর্ধেকের বেশি খরচ কমে আসায় বাংলাদেশি ওমরাহ-যাত্রীদের মাথাপিছু ৪ হাজার টাকার বেশি কমেছে; কিন্তু সেবার মান থাকছে আগের মতোই। বিশ্বব্যাপী টালমাটাল অর্থনীতির সময়ে সৌদি আরব সরকারের এ সিদ্ধান্তে খুশি মুসল্লিরা। 

চলতি বছরের শুরুতেই বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য সমন্বিত বিমা খরচ ৬৩ শতাংশ কমানোর ঘোষণা দেয় সৌদি আরব। ১০ই জানুয়ারি থেকে কার্যকর হওয়া ওই সিদ্ধান্তের ফলে সৌদি আরবের মুদ্রায় আগের চেয়ে ১৪৮ রিয়াল কম খরচ হচ্ছে বিদেশি ওমরাহ যাত্রীদের। বাংলাদেশি মুদ্রায় যা ৪ হাজার টাকার বেশি। সৌদি আরবে যাওয়ার আগে ভিসা প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকে এই বিমা খরচ।

আরও পড়ুন: নুসুক অ্যাপ এখন থেকে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিদেশিদের জন্য বিমা খরচ ২৩৫ সৌদি রিয়াল থেকে কমিয়ে ৮৭ রিয়াল করা হয়েছে। খরচ কমলেও বিভিন্ন সেবা একই রকম থাকছে।

বিভিন্ন চিকিৎসা ব্যয় ছাড়াও, বিমা খরচের আওতায় থাকছে ফ্লাইট বিলম্ব ও বাতিলের ক্ষতিপূরণও। এছাড়া দুর্ঘটনাজনিত স্থায়ী প্রতিবন্ধকতা, প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু, মৃত ব্যক্তির দেহ দেশে ফেরত পাঠানো এবং আদালতের রায়ের মাধ্যমে জারি করা মামলার ক্ষতিপূরণের মতো সাধারণ মামলাগুলোও এ বিমার আওতায় থাকে।

আরও পড়ুন: ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম পবিত্র হজ, যা সামর্থ্যবান মুসলিমদের জন্য বাধ্যতামূলক। হজের তুলনায় কম ব্যয়বহুল বলে ওমরাহ আরও বেশি সংখ্যক মুসল্লির সাধ্যের নাগালে। সেই ওমরাহ'র খরচও খানিকটা কমে আসায় খুশি অনেকে।

ওমরাহ করতে আসা কয়েকজন বলেন, ‘ওমরাহ হজের বিমা খরচ কমার সুফল পেতে শুরু করেছেন বাংলাদেশিরা। এই খরচ কমায় ওমরাহ হজের সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে।’

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমার মেয়াদ সৌদি আরবে প্রবেশের দিন থেকে শুরু করে পরর্ব্তী ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। ওমরাহ পালনে আগ্রহীরা সমন্বিত বিমা কর্মসূচির ওয়েবসাইটে ওমরাহ বিমা পলিসি যাচাই, সত্যতা নিশ্চিত ও সেবা সম্পর্কে জানতে পারবেন।