মোহনগঞ্জে বিকাশের টাকা উদ্ধার
নেত্রকোণার মোহনগঞ্জে এক মহিলার কিছুদিন আগে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা ভুলবশত অন্য নম্বরে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটায় মোহনগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডির ভিত্তিতে রবিবার (১১ জানুয়ারি) ওই টাকা উদ্ধার করে মহিলার হাতে তুলে দেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন।
ভুক্তভোগী মহিলা জানান, “গত ৪ দিন আগে আমি ভুলবশত অন্য এক বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছিলাম। যে নম্বরে টাকা পাঠিয়েছি, সেখানে ফোন করলে ফোন রিসিভ করে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে টাকা ফেরতের জন্য যোগাযোগ করলে তিনি ‘দেই দিচ্ছি’ বলে সময় টানেন। নিরুপায় হয়ে মোহনগঞ্জ থানায় একটি জিডি করি। জিডির প্রেক্ষিতে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করেন।”
আরও পড়ুন: কুলাউড়া সরকারি কলেজের পুনর্মিলনীতে শিক্ষার্থীদের মিলনমেলা
অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, “ভুক্তভোগী মহিলার জিডি আমাদের কাছে আসার পর আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকা থেকে টাকা উদ্ধার করি এবং প্রকৃত মালিকের কাছে ৫০ হাজার টাকা ফেরত দিই।”





