টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে জয় দিয়ে শুরু করা স্বাগতিক ভারত নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে। বুধবার (১১ অক্টোবর) অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
ম্যাচে এই এক অপরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় একাদশে জায়গা পেয়ছেন পেসার শার্দুল ঠাকুর।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
অপরদিকে, বাংলাদেশের কাছে ৬ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে আফগানিস্তান। এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না আফগানরা। এই ম্যাচে অপরিবর্তন দল নিয়ে মাঠে তারা।
এই রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত আফগানিস্তান কোনো উইকেট না হারিয়ে ৫ ওভারে করেছে ১৯ রান।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল , হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজল হক ফারুকী।