টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

চলতি ওয়ানডে বিশ্বকাপে আজ চতুর্থ রাউন্ডের ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। বুধবার (১৮ অক্টোবর) চেন্নায়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আফগানিস্তান।
বিশ্বকাপে তিন ম্যাচে টানা তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে আছে নিউজিল্যান্ড। আফগানদের বিপক্ষেও জয় পেতে চায় তারা। ইনজুরির কারণে আবারও মাঠের বাইরে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন উইল ইয়োং।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা
অপরদিকে, হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আফগানিস্তান। তবে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জয় পেয়েছে আফগানিস্তান। ইংলিশদের হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে আফগানরা। অপরিবর্তিত একাদশ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে নিউজিল্যান্ড ৪.১ ওভারে করেছে ১৭ রান।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়োং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম লাথাম (অধিনায়ক), রাচিন রাভিন্দ্রা, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজল হক ফারুকী।