বিধ্বস্ত বার্সেলোনা, শীর্ষে জিরোনা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৭:৩৫ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে জিরোনা লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে।

ম্যাচের ১২ মিনিটে জিরোনা এগিয়ে যায় আর্তেম দোভিকের গোলে। ৭ মিনিট পরই যা শোধ করে দেন রবার্ট লেভানডফস্কি। বিরতির আগে ৪০তম মিনিটে জিরোনাকে ২-১ গোলে এগিয়ে দেন মিগুয়েল গিমেরেজ। ৮০তম মিনিটে ভেলেরি ফার্নান্দেজ স্কোরলাইন করেন ৩-১। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বার্সেলোনার হয়ে ব্যবধান কমান ইলকায় গুনদোয়ান। কিন্তু ৯৫তম মিনিটে গোল করে জিরোনাকে আরও এগিয়ে দেন ক্রিস্টিয়ান স্টুয়ানি। ফলে ৪-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জাবি শিষ্যদের।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন চার নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ, যদিও ম্যাচ একটি কম খেলেছে তারা। আর ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে অবস্থান করছে।

এদিকে বার্সার বিপক্ষে এই জয়ে লা-লিগায় রিয়ালকে টপকে ফের শীর্ষে উঠেছে জিরোনা। ১৬ ম্যাচে ১৩ জয় আর ১ হারে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে দলটি। চারে থাকা বার্সার ১৬ ম্যাচে পয়েন্ট ৩৪।  

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ