ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আজ বিশেষ জার্সি পরে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স।

চলছে ভাষার মাস । ২১ শে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস।এই দিবস শুধু বাংলাদেশ নয় ,পালিত হয় সারা বিশ্ব জুরে ।
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এবার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট স্ট্রাইকার্স বানিয়েছে এক বিশেষ জার্সি। যে জার্সি পরেই শুক্রবার দুরন্ত ঢাকার বিপক্ষে খেলতে নামবে স্বাগতিক দল।
সিলেট স্ট্রাইকার্স তাদের ফেসবুক পেজে জার্সি উন্মোচনের ছবি দিয়ে গত বৃহস্পতিবার লিখেছে-
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
'ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবারের ম্যাচে বিশেষ জার্সি পরে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স'।
সিলেটের ইতিহাস এবং ঐতিহ্যের ২০ টি নিদর্শন দিয়ে ডিজাইন করা হয়েছে এই জার্সি টি , এছাড়া প্রথমবারের মতো আন্তজার্তিক কোনো টুর্নামেন্টে প্লেয়ার দের নাম এবং জার্সি নাম্বার বাংলায় দেখা যাবে ।
গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জার্সিটির উন্মোচন করেন ভাষা সৈনিক প্রফেসর মো. আব্দুল আজিজ।
জার্সিতে যে ২০টি ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে-চা গাছ,চা পাতা,চায়ের পাত্র,পটচিত্র,সিলেটের পাথর,হাওরের সৌন্দর্য,লাল শাপলা,লালা খাল,অতিথি পাখি,কিন ব্রিজ,আলী আমজাদের ঘড়ি,দরগাহ ফটক,শহীদ মিনার,বাংলা বর্ণমালা,সিলেটি নাগরি লিপি,ক্রিকেট বল,ক্রিকেট স্টাম্প,সিলেটের ফুলেল সৌন্দর্য