ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ১৭৫ রান

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৪ | আপডেট: ১১:৪৬ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতে সিরিজ হারানোর লক্ষ্যে বাংলাদেশকে করতে হবে ১২০ বলে ১৭৫ রান। 

শ্রীলংকা প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে করেছে ১৭৪ রান। সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে ম্যাচ জিতে উভয় দল। আজ যারা জিতবে তারা সিরিজ জিতবে।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে‘অঘোষিত ফাইনালে’ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল। 

টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল। আগে ব্যাট করতে নেমে তাসকিনের গতির মুখে পড়েন লংকান ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভা। দলীয় ১৮ রানে তিনি সাজঘরে ফেরেন। 

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

ওয়ান ডাউনে নামা কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন অন্য ওপেনার কুশাল মেন্ডিস। ১২ বলে ১২ রান করে ফেরেন কামিন্দু। 

এরপর তৃতীয় উইকেটে ওয়ানেন্দু হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে ৩১ বলে ৫৯ রানের জুটি গড়েন মেন্ডিস। দুই ম্যাচের শাস্তি শেষে খেলায় ফেরে ১৩ বলে মাত্র ১৫ রানে ফেরেন লংকান অধিনায়ক হাসারাঙ্গা। 

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৫ বলে ৩ রানে ফেরেন চারিত আসালঙ্কা। ইনিংস ওপেন করতে নেমে উইকেটের এক প্রান্ত আগলে রেখে দলীয় ১৪০ রানে ফেরেন ওপেনার কুশাল মেন্ডিস। 

বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৫৫ বলে ৬টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ৮৬ রান করে ফেরেন কুশাল মেন্ডিস।