ইতিহাস গড়া ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১১:২৬ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৪
ছবি- বিসিবি
ছবি- বিসিবি

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর গত ২৩ বছর পর পাকিস্তানকে তাদের মাটিতেই সর্বশেষ সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল।  টাইগারদের এমন ঐতিহাসিক সিরিজ জয় সাড়া ফেলেছে পুরো বিশ্বের ক্রিকেটাঙ্গনে।

ইতিহাস তৈরি করা সেই দলের সঙ্গে আজ সাক্ষাৎ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সাক্ষাৎ অনুষ্ঠান। 

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপস্থিত ছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। বিসিবির পরিচালকদের মধ্যে  নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন।

গত সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতে বাংলাদেশ। সিরিজ জয়ের পরপরই ক্রিকেটারদের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বুধবার (১১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ঘোষণা আসার পর বৃহস্পতিবার শান্ত-মুশফিকদের সঙ্গে দেখা করেন ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

পাকিস্তান সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ব্যস্ততার মধ্যেই আজ দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন ড. মুহম্মদ ইউনূস।