জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কঠোর নিরাপত্তা, ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণ

Sadek Ali
জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:২৯ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাস জুড়ে কড়া ব্যবস্থার মধ্যে রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ, বিজিবি ও আনসার।

নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের মূল গেট, মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন গেট, প্রান্তিক গেট, বিশ মাইল গেটসহ সব প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। বাইরের কেউ বৈধ পরিচয়পত্র ছাড়া প্রবেশ করতে পারছে না। শুধুমাত্র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তিরাই ক্যাম্পাসে প্রবেশ করছেন।

আরও পড়ুন: অবশেষে দেশে ফিরছেন জামাল-রাকিবরা, নেপাল এয়ারপোর্টে পৌঁছেছে

নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, ক্যাম্পাসে ভোট কেন্দ্রভিত্তিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ১,৫০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসের ভেতরে ও বাইরে পর্যবেক্ষণ করছেন।

নিরাপত্তার পাশাপাশি, মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন গেট ও প্রান্তিক গেট ব্যতীত বিশ্ববিদ্যালয়ের সকল গেট ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। ভাসমান দোকান, টারজান পয়েন্ট, পুরাতন পরিবহন চত্বর, নতুন কলা ভবন-সংলগ্ন মুরাদ চত্বরের দোকান ও অন্যান্য প্রান্তিক দোকান ১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। সব আবাসিক হলে ক্যান্টিন খোলা থাকবে এবং পর্যাপ্ত খাবারের মজুদ রাখা হয়েছে।

আরও পড়ুন: কাঠমান্ডুতে জামালদের অনুশীলন বাতিল, দ্বিতীয় ম্যাচ নিয়ে শঙ্কা

নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।