জানাল সুপার কম্পিউটার

২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে স্পেন

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪০ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে ৪২টি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। বাকি ছয়টি দল মার্চের প্লে-অফ থেকে চূড়ান্ত হবে। এর মধ্যেই ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টা প্রথমবারের মতো বড় টুর্নামেন্টটি নিয়ে তাদের সুপার কম্পিউটার বিশ্লেষণ প্রকাশ করেছে।

ইতিহাস, সাম্প্রতিক ফর্ম ও দলের শক্তিমত্তা বিবেচনা করে প্রকাশিত এই অ্যালগরিদমে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন, যারা আগামী বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় শীর্ষে।

আরও পড়ুন: দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

স্পেন সবার ওপরে, পিছিয়ে নেই ফ্রান্স–ইংল্যান্ড

অপ্টার মডেল অনুযায়ী, ১৭ শতাংশ সম্ভাবনা নিয়ে স্পেন ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী ফেভারিট। ইউরো চ্যাম্পিয়নরা টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার ধারায় রয়েছে, যা তাদের এগিয়ে রাখছে।

আরও পড়ুন: আজ বিশ্বকাপ ২০২৬ এর ড্র: ৪৮ দলের ভাগ্য নির্ধারণের অপেক্ষা

১৪.১ শতাংশ সম্ভাবনা নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স। ২০১৮ সালের চ্যাম্পিয়ন এবং ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফরাসিরা এবারও শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে—এমবাপ্পে-দেম্বেলে আছেন ফর্মের তুঙ্গে।

তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। বাছাইপর্বের আট ম্যাচে শতভাগ সাফল্য ও গোল না খাওয়ার রেকর্ড দলটিকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।

আর্জেন্টিনা চারে, তবু মেসি বড় ফ্যাক্টর

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা ৮.৭ শতাংশ, যা তাদের চতুর্থ স্থানে রেখেছে। যদিও বিশ্লেষকদের মতে, লিওনেল মেসির উপস্থিতি যেকোনো সময় পরিসংখ্যান পাল্টে দিতে পারে।

শীর্ষ তালিকায় জার্মানি–ব্রাজিল–পর্তুগাল

৫.৬ শতাংশ সম্ভাবনা নিয়ে জার্মানি পঞ্চম এবং ৫.৬ শতাংশ সম্ভাবনায় সপ্তম স্থানে ব্রাজিল**।

৬.৬ শতাংশ সম্ভাবনা নিয়ে পর্তুগাল অবস্থান করছে ছয় নম্বরে। আর শীর্ষ দশে রয়েছে নেদারল্যান্ডস, নরওয়ে ও কলম্বিয়া।

তিন দলের সম্ভাবনা শূন্য

বিশ্লেষণে দেখা গেছে, জর্ডান, কুরাসাও ও হাইতির বিশ্বকাপ জয়ের সম্ভাবনা শূন্য শতাংশ।

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।