আজ বিশ্বকাপ ২০২৬ এর ড্র: ৪৮ দলের ভাগ্য নির্ধারণের অপেক্ষা

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪৪ পূর্বাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর—ফিফা বিশ্বকাপ ২০২৬। তার আগে আজ ওয়াশিংটন ডিসিতে বসছে প্রতীক্ষিত দলবণ্টনের (ফাইনাল ড্র) অনুষ্ঠান। কোন দল কোন গ্রুপে পড়বে এবং কেমন হতে পারে তাদের বিশ্বকাপ–যাত্রা—তার প্রাথমিক ছবিটা স্পষ্ট হয়ে যাবে আজ রাতেই।

জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিতব্য এই জমকালো ড্রতে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টায়, যা বাংলাদেশ সময় রাত ১১টা। ফিফা নিশ্চিত করেছে—ড্রয়ের পরদিনই প্রকাশ করা হবে পুরো টুর্নামেন্টের ম্যাচ সূচি। অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ফিফার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন: দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

৪৮ দলের টুর্নামেন্ট—ইতোমধ্যে নিশ্চিত হয়েছে ৪২ দল

১২টি গ্রুপে ৪৮ দলের লড়াই হবে এবারের বিশ্বকাপে। এর মধ্যে ৪২টি দল ইতোমধ্যেই নিশ্চিত। বাকি ছয়টি দল আসবে আগামী মার্চের ইউরোপিয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে–অফ থেকে। তবে কোন প্লে–অফ বিজয়ী কোন গ্রুপে পড়বে—সেটা জানা যাবে আজকের ড্রতেই।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ড্র শুক্রবার, দেখবেন যেভাবে

ড্রয়ে অংশ নিচ্ছে যেসব দল

*যৌথ আয়োজক:যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো

*এশিয়া (AFC): জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান, জর্ডান

*আফ্রিকা (CAF): মরক্কো, সেনেগাল, মিসর, দক্ষিণ আফ্রিকা, ঘানা, আইভরি কোস্ট, আলজেরিয়া, তিউনিসিয়া, কেপ ভার্দে

*উত্তর/মধ্য আমেরিকা (CONCACAF): পানামা, কুরাসাও, হাইতি

*দক্ষিণ আমেরিকা (CONMEBOL): আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে

*ওশেনিয়া (OFC): নিউজিল্যান্ড

*ইউরোপ (UEFA): স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, স্কটল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড

বাকি ৬ দল নির্ধারিত হবে—

*ইউরোপিয়ান প্লে–অফ (৪টি স্লট): ইতালি, তুরস্ক, ইউক্রেন, সুইডেন, ওয়েলসসহ মোট ১৬ দল

*আন্তঃমহাদেশীয় প্লে–অফ (২টি স্লট): বলিভিয়া, কঙ্গো DR, ইরাক, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া, সুরিনাম

ড্র পট বিন্যাস

*পট–১: আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগালসহ আয়োজক তিন দেশ

*পট–২: ক্রোয়েশিয়া, জাপান, মরক্কো, সুইজারল্যান্ড, উরুগুয়ে প্রমুখ

*পট–৩: নরওয়ে, ইজিপ্ট, আইভরি কোস্ট, প্যারাগুয়ে, স্কটল্যান্ডসহ আরও ১২ দল

*পট–৪: জর্ডান, নিউজিল্যান্ড, ঘানা এবং চারটি উয়েফা প্লে–অফ + দুই আন্তঃমহাদেশীয় প্লে–অফ বিজয়ী

ড্রয়ের নিয়ম অনুযায়ী একই মহাদেশের দুই দল একই গ্রুপে রাখা হবে না—মাত্র ব্যতিক্রম ইউরোপ, যেখান থেকে ১৬ দল অংশ নেওয়ায় এক গ্রুপে দুই ইউরোপিয়ান দল থাকতে পারবে।

ড্র–মঞ্চে ঝলমলে আয়োজন

শুধু ড্র নয়, আজকের অনুষ্ঠান রূপ নেবে তারকামুখর এক বিনোদনমেলায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জনপ্রিয় সুপারমডেল হাইডি ক্লুম ও কৌতুক শিল্পী কেভিন হার্ট।

মঞ্চে পারফর্ম করবেন —

* বিশ্বখ্যাত কণ্ঠশিল্পী আন্দ্রে বোসেল্লি

* ইংলিশ সিঙ্গার রবি উইলিয়ামস

* আমেরিকান গায়িকা নিকোল শেরজিঙ্গার

  ড্র শেষে পারফর্ম করবে আইকনিক ব্যান্ড ভিলেজ পিপল তাদের জনপ্রিয় গান YMCA নিয়ে।

ক্লুম বললেন—২০ বছর পর আবারও বিশ্বকাপ ড্র সঞ্চালনা করতে পারা তাঁর জন্য বিশেষ সম্মানের।