হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার অব্যাহত রয়েছে।
সোমবার (২ অক্টোবর) সকালে বিষয়টি জানান হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
আরও পড়ুন: গোয়ালন্দে ‘জিয়া স্মৃতি সংসদ’ উজানচর ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ড কমিটি গঠন
তিনি বলেন, ‘ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে আজ সোমবার ভারতের ব্যবসায়ীরা এ বন্দরে কোনো পণ্য আমদানি-রপ্তানি করবেন না। তবে বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামীকাল মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে ভারতের সঙ্গে আবার আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।’
এ বিষয়ে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অব্যাহত আছে। ইমিগ্রেশনের কার্যক্রম ছুটির আওতামুক্ত।’
আরও পড়ুন: কুলাউড়ায় দুর্গোৎসব ভণ্ডুলের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: এসপি জাহাঙ্গীর হোসেন