নাটোরে ঋণ থেকে বাঁচতে যুবকের আত্মহত্যা

Abid Rayhan Jaki
নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৪ | আপডেট: ৯:১৫ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
নাটোরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মোস্তাক হোসেন নামে এক যুবক গ্যাস এর ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১৪ জুলাই) নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পূর্ব হাগুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাক হোসেন জমি কিনে বাড়ি করছিলেন। সংসার ও বাড়ি নিমার্ণ করতে গিয়ে ধীরে ধীরে ঋণে জড়িয়ে যান তিনি। এক পর্যায়ে ঋণের পরিমাণ বেড়ে ১৮/২০ লাখ টাকায় দাঁড়ায়। ঋণ দাতাদের চাপে গত ১০ থেকে ১২ দিন আগে মোস্তাক আত্মগোপনে চলে যান। পরে ঋণদাতাদের চাপে মোস্তাকের স্ত্রী বাড়ি বিক্রির সাইনবোর্ড দেন। পরে মেস্তাক ফিরে এলে ঋণদাতাদের চাপ আরও বেড়ে যায়। এক পর্যায়ে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে দুইদিন অনাহারে দিন কাটে। এরপর রোববার সকালে স্থানীয় এক ব্যক্তির কাছ ৩৫ টাকা ধার নিয়ে গ্যাস ট্যাবলেট কিনে খান মোস্তাক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাকে নাটের আধুনিক সদর হাসপাতাল নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানেই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাটোর জজকোর্টের কৌশুলী সহকারী সারোয়ার জাহান সোহেল বলেন, মোস্তাকের কোর্টেও অনেকের কাছে ঋণ করেছে ছিল। ঋণ পরিশোধে বাড়ির বিক্রির কথাও তাকে বলেছিল। কিন্তু হঠাৎ এমন মৃত্যুতে পরিবারের সদস্যরা পড়েছে চরম বেকায়দায়। মোস্তাকের বড় মেয়ে গত এসএসসি পরীক্ষা দিয়েছে। মেঝো মেয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। ছেলের বয়স ৩-৪ বছর। এমন অবস্থায় 
সংসার এখন কিভাবে চলবে।