শিক্ষিক-শিক্ষার্থীদের ক্ষোভ

নিন্মমানের কম্পিউটারে অকেজো নরসিংদীর আইসিটি ল্যাব

Any Akter
নরসিংদী সংবাদদাতা
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৪ | আপডেট: ৬:৫০ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানহীন কম্পিউটারসহ অন্যান্য উপকরণ সরবরাহ করায় নরসিংদীর মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাবের পাঠদান অকেজো হয়ে পড়ছে। শিক্ষার্থী ও শিক্ষকদের দাবী নিন্মমানের কম্পিউটারের কারনে একদিকে সময় নষ্ট হচ্ছে, অপরদিকে প্রশিক্ষণ গ্রহনে শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে। আর কর্তৃপক্ষ বলছেন এগুলো মেরামতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।  

নরসিংদীর বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থী, প্রশিক্ষক ও প্রধান শিক্ষকদের সাথে আলাপ করে জানা যায়, দেশকে ডিজিলাইজেশন করার লক্ষ্যে বিগত সরকার একাধিক ধাপে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো নরসিংদীর ৬টি উপজেলার ১৪০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেন। প্রথম ধাপে ৫৮টি, দ্বিতীয় ধাপে ৭৭টি এবং স্কুল অব ফিউচারের মাধ্যমে বেলোবো উপজেলা ব্যতিত ৫টি উপজেলায় ৫টি ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়। এরই অংশ হিসেবে প্রতিটি ল্যাবের জন্য ১৭টি করে কম্পিউটার, টেবিল ও চেয়ার ছাড়াও রয়েছে একটি করে প্রিন্টার ও মনিটর। এসব পণ্য সরকারের একটি নির্ধারিত কোম্পানীর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে সরবরাহ করা হয়। যারফলে উপকরণগুলো খুবই নিন্মমানের হওয়ায় কিছুদিনের মধ্যেই অধিকাংশ কম্পিউটার অকেজো হয়ে পরে। ফলে পাঠদানের নির্ধারিত সময়ে এসব কম্পিউটার দিয়ে পাঠদান করাতে বিঘ্ন ঘটছে। শিক্ষার্থীদের দাবী তারা কমপিউটার শিখতে আগ্রহী, তবে মানহীন এসব কম্পিউটারের ফলে তারা বাধাগ্রস্ত হচ্ছে। 

আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি

নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) রোমানা ইয়াসমিন বলেন, এসব নিন্মমানের কম্পিউটার দিয়ে পাঠদানের নির্ধারিত সময়ে পাঠদান না করতে পেরে শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে। তাই মানসম্মত ও চাহিদা অনুযায়ী কম্পিউটার সরবরাহ করা হলে একদিকে শিক্ষার্থীরা প্রশিক্ষিত হয়ে জ্ঞান লাভ করবে। অপরদিকে প্রযুক্তিগতভাবে দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে।  

আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (নূরে আলম) জানান, শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত হতে কম্পিউটার শিখতে আগ্রহী। তার জন্য অনেকে আইসিটি ল্যাবে ছুটে আসে। কিন্তু সরকারের পক্ষ থেকে দেয়া কম্পিউটার ও অন্যান্য উপকরণ ইতিমধ্যে বেশ কয়েকটি নস্ট হয়ে গেছে। আর যেগুলো রয়েছে তার কার্যক্ষমতাও কমে গেছে। যার কারনে শিক্ষার্থীরা অধৈর্য হয়ে যায় এবং নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়না। 

আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ

এবিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুর রউফ ভূইয়া জানান,  শিক্ষার্র্থীদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে সরকার নরসিংদীর বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সরবরাহ করেছেন। খোজ নিয়ে জানা গেছে, এরমধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার নষ্ট রয়েছে। এগুলো মেরামত করে চালু করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আর বাকিগুলোর তথ্য চেয়ে পত্র দেয়া হয়েছে। এছাড়া নতুন করে ল্যাব স্থাপনের জন্য বা কম্পিউটার সরবরাহ করা হবে কিনা বা এগুলো নিয়ে ভবিষ্যতে  কোন পরিকল্পনা সরকারের আছে কিনা তা এখনো জানা যায়নি বলেও জানান তিনি।

সরকারীভাবে এসব নিন্মমানের কম্পিউটার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিষয়ে সঠিত তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের পাশাপাশি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী মান সম্মত কম্পিউটার সরবরাহের দাবী সংশ্লিষ্টদের।