টংঙ্গীবাড়িতে ৯৭ বোতল ফেনসিডিলসহ নারী আটক
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে লতিফা বেগম (৪২) নামে এক নারীর বসতঘরে তল্লাশি করে আলমারির ভেতর থেকে ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। আটক নারী টংঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত- সিদ্দিক বেপারীর স্ত্রী।
এ সময় মাদক ব্যবসার অভিযোগে ওই নারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। টংঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোটে স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে মানুষ: শফিকুল আলম
তিনি জানান, সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে লতিফা বেগম (৪২) নামের নারীর ঘরে অভিযান পরিচালিত হয়। এ সময় তার দেখানো মতে, ঘরের আলমারির নিচে দুইটি ব্যাগে রাখা ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
ওসি জানান, আটক ওই নারীর বিরুদ্ধে পূর্বের কোন মামলা নেই। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: হাজারো অপরাধের কথন মালার নিউ জেনারেশন ত্রাস রুবেল ভাঙ্গী ও তার গডফাদার মাসুদ ভাঙ্গী





