কিস্তির টাকা না দিতে পারায় ছাগল নিয়ে গেলেন এনজিওকর্মী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ন, ০৩ মার্চ ২০২৫ | আপডেট: ১১:২৭ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুই দিন কিস্তি না পেয়ে এক নারীর বাড়ি থেকে তার ছাগল নিয়ে গেলেন রাজশাহীর একটি সংস্থার একজন কর্মী সবজি বিক্রেতা ফাতেমা বেগম । রোববার (২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ছাগল ফেরত দিতে বাধ্য হয় জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামের ওই সংস্থাটি।

ভুক্তভোগী ফাতেমা বেগম বলেন, আমি হাদির মোড়ে সবজি বিক্রি করি। এ জন্য ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। ইতোমধ্যে চার হাজার টাকা শোধ করেছি। সম্প্রতি দুর্ঘটনায় আমি কোমরে আঘাত পেয়েছি। সবজি বিক্রি করতে পারছি না। ফলে দুটি কিস্তি দিতে পারিনি। তাই আমার বাড়ি থেকে ছাগল নিয়ে গেছেন ওই কর্মী।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

তিনি বলেন, রোববার সেহরি খেয়ে পাশে বোনের বাড়িতে ঘুমাচ্ছিলাম। সকালে ওই সংস্থার মাঠকর্মী কিস্তি আদায়ে আমার বাড়িতে আসেন। আমাকে না পেয়ে বাড়িতে বেঁধে রাখা একটি ছাগল ধরে নিয়ে চলে যান ওই কর্মী। যদিও ছাগলটি আমার নিজের না। রিসা বেগম নামে এক নারীর এই ছাগলটি আমি আধাআধি হিসেবে পালন করছিলাম।

এলাকায় বিষয়টি জানাজানি হলে পরে রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার কর্মকর্তা নাসিরুল্লাহ কবীর, রিসা বেগমকে ছাগলটি বুঝিয়ে দেন। 

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

স্থানীয়রা জানান, সংস্থাটি ২ বছর থেকে ঋণ কার্যক্রম চালাচ্ছে। কিন্তু সংস্থার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কোনো নিবন্ধন নেই। 

এ বিষয়ে রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম বলেন, জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামে তাদের নিবন্ধন দেওয়া কোনো সংস্থা আছে কি না, তা দেখে বলতে পারবেন। 

কিস্তি দিতে না পারায় ছাগল নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারেন।’