শ্যামনগরে সাংবাদিক সমাজের উদ্যোগে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

Sanchoy Biswas
শ্যামনগর উপজেলা সংবাদদাতা
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৫ | আপডেট: ২:১৩ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সম্প্রতি পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে নানামুখী বাধা, হুমকির কারণে সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রতিবাদে সাংবাদিক সমাজের আয়োজনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ই মার্চ) বেলা সাড়ে এগারোটা থেকে শ্যামনগর উপজেলায় মাইক্রোস্টান্ডে সাংবাদিক সমাবেশ শুরু হয়। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব সামিউল আজম মনির। সভাপতি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জনাব কল্যাণ ব্যানার্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি,বি সি নিউজের সাতক্ষীরা জেলা রিপোর্টার জনাব বেলাল হোসাইন সঞ্চালনায় ছিলেন জনাব গাজী আল ইমরান এবং ওসমান গনী। শ্যামনগর উপজেলা রিপোটার্স ক্লাব।

আরও উপস্থিত ছিলেন নগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল। উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাউসার। উপজেলা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক খলিলুর রহমান। সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেন।  সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইমন। শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সাবেক সভাপতি মারুফ হোসেন মিলন।  

এছাড়া শ্যামনগর উপজেলা প্রেসক্লাব এর সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

উক্ত সমাবেশে প্রধান অতিথি বলেন আমরা কোন রাজনৈতিক দলের বিপক্ষে না আবার কারো মিত্রও না। আমরা সবাই এক এবং অভিন্ন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সকল অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। 

উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব শামিউল আজম মনির বলেন,আপনারা ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যান। শ্যামনগর উপজেলার পর্যায়ের সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনে বেআইনি ভাবে বাধাগ্রস্ত হলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সবসময় পাশে থাকবেন।