নান্দাইলে বিএনপির নেতৃবৃন্দের সাথে ইয়াসের খান চৌধুরীর মতবিনিময় সভা

Any Akter
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১:৫৯ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী নান্দাইলের বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা সংস্কার বাস্তবায়ন কর্মসূচী সফল করার লক্ষে বুধবার (৯ই এপ্রিল) এক মতবিনিময় সভা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন জানান। 

উক্ত মতবিনিময় সভায় নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, গাংগাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ ভূইঁয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রাজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান বুলবুল, মুশুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ফুরকার উদ্দিন, সাধারণ সম্পাদক হারুক মাস্টার, সিংরইল ইউনিয়ন বিএনপি নেতা জামাল উদ্দিন আকন্দ ও আচারগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ উক্ত ইউনিয়নগুলোর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও যুবদল, ছাত্রদল সহ তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিমিয় সভায় নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করা সহ তারেক রহমানের সকল নিদের্শনা পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।