গোপালগঞ্জে নৌকার প্রতিকৃতি ভাঙলেন আ.লীগ নেতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতি ভেঙে ফেললেন পিঞ্জরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদার। প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
রোববার (২৭ এপ্রিল) সকালে পিঞ্জরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে বাড়ির সামনের পুকুর পাড়ে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে নির্মিত নৌকার প্রতিকৃতিটি ভেঙে ফেলেন তিনি।
জানা গেছে, আবু সাইদ শিকদার বাড়ির সামনের পুকুর পাড়ে কয়েক বছর আগে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে একটি দৃষ্টিনন্দন নৌকার একটি প্রতিকৃতি নির্মাণ করেন। রোববার সকালে তিনি লোকজন দিয়ে এ প্রতিকৃতিটি ভেঙে ফেলেন।
এলাকাবাসী জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ছাইদ শিকদার কাকডাঙ্গা গ্রামের নিজ বাড়ির সামনের পুকুর পাড়ে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে একটি নৌকার ভাস্কর্য তৈরি করান। গতকাল তিনি নিজে উপস্থিত থেকে নৌকার ভাস্কর্যটি ভেঙে ফেলেন। এসময় স্থানীয় জনগণ উৎসুক হয়ে ঘটনাটি দেখেন।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা মোবাইল ফোনে জানান, আবু সাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তার মামা প্রয়াত সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে তার এমন কাণ্ডে আমরা অবাক হয়েছি।
এ বিষয়ে আবু সাইদ শিকদার বলেন, যার দল করি সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শ্যচ্যুত হয়েছে তাই পালিয়েছে। ওই দল আর আমি করব না, মানে আমি আওয়ামী লীগ আর করব না। তাই নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেছি।





