নান্দাইলে সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত ইউএনও সারমিনা সাত্তার

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ব্যাপক আলোচিত হয়েছেন। দাপ্তরিক ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় ও সেবায় অভিজ্ঞ সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষের কাছে তিনি একজন প্রশংসিত কর্মকর্তা।
গত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে নান্দাইলে যোগদানের মাত্র ৪ মাসের ব্যবধানে শিক্ষার মান উন্নয়নে দাপ্তরিক কাজের ফাঁকে ফাঁকে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিকভাবে পরিদর্শন করে শিক্ষার মান উন্নয়নে ব্যাপক তৎপরতা চালিয়ে যেতে দেখা গেছে।
আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ
বিদ্যালয়গুলো পরিদর্শনকালে শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও প্রযুক্তিতে এগিয়ে নিতে শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকমন্ডলীর, শিক্ষানুরাগী ব্যক্তিসহ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে যাচ্ছেন।
বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোসহ স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীরা যাতে ঝড়ে না পড়ে যেজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অফিসগুলো তদারকিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জোর তাগিদ প্রদান করছেন। গত মাহে রমজান মাসে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বাজার দর হতে কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে সুলভ মূল্যের হাট বসিয়ে নিম্ন আয়ের মানুষসহ সকলের নিকট ব্যাপক প্রশংসিত হয়েছেন।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
এছাড়াও নান্দাইলে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত করতে কঠোর তৎপরতা অব্যাহত রেখেছেন। বিশেষ করে নান্দাইল মডেল থানায় গ্রেফতারকৃত আসামিদের থানা হাজতে থাকাকালীন সময়টুকু যাতে বিভিন্ন ধরনের বই যেমন, কোরআন শরিফ, হাদিস শরিফ, নবী রাসুলের আত্মজীবনী, বিভিন্ন মনীষীদের আত্মজীবনী, উপন্যাস, গল্প, কবিতাসহ অন্যান্য শিক্ষামূলক বই সংরক্ষণ করে থানা হাজতের মূল ফটকে একটি মনোরম বুক কর্নার স্থাপন করে সর্ব মহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যে কোন মাধ্যমে অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের খবর পেলেই ছুটে যান তিনি এবং সরজমিন পরিদর্শন করে উক্ত সুবিধাবঞ্চিত অসহায় মানুষগুলোর প্রাপ্যতা অনুযায়ী সরকারিভাবে (বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ, ভিজিডি ও টিসিবি কার্ড) সহ অন্যান্য সেবা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে আসছেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি দান অনুদান সরজমিন পরিদর্শন করে তা শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এবিষয়ে ইউএনও সারমিনা সাত্তার জানান, জেলা প্রশাসন ও সরকারের নির্দেশনা মোতাবেক মাঠ পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও সাধারণ মানুষের সেবা দেওয়া এটা আমার দায়িত্ব ও কর্তব্য। আমি শুধু তা সঠিকভাবে পালন করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, বিশেষ করে নান্দাইলে শিক্ষা ব্যবস্থাকে মডেল হিসাবে গড়ে তুলতে সকল ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি।