বাউফলে খাল থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

পটুয়াখালীর বাউফলে বসতঘরের পেছনের মৃতপ্রায় একটি খাল থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ৬জন আহত হয়েছেন। এদের মধ্যে শাহজাহান হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধকে ও তার স্ত্রী সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অপর পক্ষের দুলাল মৃধা (৪৮) ও তার সন্তানদের চন্দ্রদ্বীপ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ড চর মিয়াজান এলাকায় এ ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
স্থানীয়রা জানান, সরকারি ভাবে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সড়ক উন্নয়নের কাজ চলছে। কাজের জন্য হাওলাদার বাড়ি সংলগ্ন খাল থেকে অবৈধ 'বোমা মেশিন' বশিয়ে দিয়ে বালু উত্তোলন করছিল প্রকল্প সংশ্লিষ্টরা।
এতে শাহজাহান হাওলাদারের ঘরের ফাটল ধরে এবং ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। বিকেলে শাহজাহান প্রকল্প সংশ্লিষ্টদের বালু তুলতে নিষেধ করেন। এই নিষেধ করার বিষয়টি নিয়ে কাজের শ্রমিকদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। একপর্যায়ে দুলাল হাওলাদার শ্রমিকদের পক্ষে কথা বলায় শাহজাহান ও দুলালের পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে শাহজাহান ও দুলালের মাথায় ধারালো অস্ত্রের (কোদাল) আঘাত লেগে জখম হয়। এছাড়াও উভয় পরিবারের অন্তত ৮ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
তবে এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোস্তফা মাইদুল মোর্শেদ বলেন, বালু দিয়ে কাজ করার বিষয়টি জানেন না। সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।