ফেনীতে বন্যাক্রান্তদের মাঝে আনসার ভিডিপির ত্রাণ বিতরণ

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৫ | আপডেট: ৯:০৪ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আনসার ভিডিপির উদ্যেগে ফেনীর ফুলগাজী, পরশুরাম ছাগলনাইয়া উপজেলায় পানি বন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ১১ জুলাই  শুক্রবার বিকেলে ফেনী আনসার ভিডিপির কমান্ড্যন্টা হেলাল উদ্দীন উপস্থিত থেকে এ ত্রান সামগ্রী বিতরণ করেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

সম্প্রতি ফেনীর বিভিন্ন উপজেলায় ভারতের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে  মুহুরি নদীর বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে  পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া,ফেনী সদর  উপজেলায় ১০২ টি গ্রাম পানির নিচে তলিয়ে যায়। এতে হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ে এবং চরম জনদূর্ভোগ সৃষ্টি হয়। সংবাদ মাধ্যমে খবর পেয়ে আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর নির্দেশে ও কুমিল্লা রেঞ্জের পরিচালক মোঃ মাহবুবুর রহমান এর সহযোগিতায় জেলা কমান্ড্যন্ট ছাগলনাইয়া উপজেলা আনসার কর্মকর্তা রিক্তা হাজারী, ফুলগাজী কর্মকর্তা আমির হোসেন, ও পরশুরাম উপজেলা কর‍্যমকর্তা জাহেরা খাতুনের সহযোগিতায় তিন উপজেলায় মোট চার শত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেন।