নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোর বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাঈল হোসেন জানান, রাজশাহী থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। একই সময় ঢাকাগামী একটি ট্রাক বনপাড়ার দিকে আসছিল। তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী নিহত হন।
আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল
দুর্ঘটনার পর নাটোর ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।





